বিজেপি স্বামী সৌমিত্র খাঁর ‘ডিভোর্স নোটিশে’র জবাব দিলেন তৃনমুলি স্ত্রী সুজাতা খাঁ

সংবাদ প্রবাহ টিভি ডেস্ক :: ৩১শে জানুয়ারি :: কোলকাতা :: দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ায় স্ত্রী সুজাতা খাঁকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। ওই সময়ে এমন কাণ্ড নিয়ে সরব ছিল রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৌমিত্র খাঁ-এর সেই বিবাহবিচ্ছেদের জবাব দিয়েছেন সুজাতা খাঁ। এতে সুজাতা লিখেছেন, ‘আমি তোমার কাছে কখনো ডিভোর্স চাইনি। তাই মিউচুয়াল ডিভোর্সের যে আবেদন করেছো তা ঠিক নয়। তোমার থেকে আলাদা হওয়ার কথা ভাবতে পারি না।’

নিজেদের ১০ বছরের সংসার জীবনের কথা উল্লেখ করে সুজাতা লিখেছেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে পথ চলেছি। সব লড়াইয়ে একে অপরের পাশে থেকেছি। আর তৃণমূলে যোগদানের ২ ঘণ্টার মধ্যে তুমি আমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিলে? আমার বিশ্বাস ওই ডিভোর্সের নোটিশ তোমার নিজের লেখা নয়। তোমার রাজনৈতিক প্রভুদের চাপে তুমি তা লিখতে বাধ্য হয়েছো। আর যদি সত্যিই নিজে নোটিশটি লিখে থাকো তাহলে বলব, সাংবাদিক সম্মেলনে কান্নাকাটির অভিনয়টা ভালো ছিল।’

চিঠিতে বিজেপিকেও আক্রমণ করেছেন সুজাতা। লিখেছেন, ‘বিজেপি মনে করে স্ত্রীর দায়িত্ব শুধু স্বামীর যত্ন নেওয়া। আমি যখন নিজের জন্য কিছু করতে চাইলাম তখন তুমি আমাকে পরিত্যাগ করলে। তোমার মহান পার্টির নেতারা এই নিষ্ঠুর কাজটা করতে বাধ্য করেছে। অমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিজের পরিচয় গড়ে তুলব। মানুষের সেবা করবো।’

চিঠিতে সৌমিত্রকে ভালবাসা জানিয়ে সুজাতা তার ‘শুভবুদ্ধির উদয় হোক’ বলে প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *