নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগডোগরা :: আজ বাগডোগরা থানার পুলিশ আধিকারিকরা বাগডোগরা অন্তর্গত হাসখোয়া থেকে একটি বিহারের নম্বরের গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে চালকসহ চারজন কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মিলেছে ৯১ টি এটিএম কার্ড, এটিএম কার্ড সোয়াপ করার মেশিন, ৬ টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ।গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল বিহার থেকে আগত একটি এটিএম জালিয়াতি প্রতারকের দল বেশ কয়েকদিন ধরে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ আরো বেশ কিছু জায়গায় হানা দিচ্ছে।
খবর পাওয়ার পরে শিলিগুড়ি সহ বাগডোগরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। আশেপাশের জেলার থানা গুলিতে এই বিষয়ে খবর দেওয়া হয়।
ওই এটিএম প্রতারকের দল টার্গেট করতো বয়স্কদের। তাদেরকে এটিএম থেকে টাকা তোলার সাহায্যের অজুহাতে এটিএম এর মত আরেকটি কার্ড বিনিময় করত।
তারপর মেশিন মারফত তাদের অ্যাকাউন্ট স্থানান্তরিত করে টাকা আত্মসাৎ করত । স্থানীয় আদালতে পেশ করা হলে তাদের বিচারক পুলিশী হেপাজতের নির্দেশ দেন ।