বীরভূম – প্লাস্টিক পাইপ ফ্যাক্টরিতে রহস্যজনক অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু ও বেশকিছু শ্রমিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: প্লাস্টিক পাইপ ফ্যাক্টরিতে রহস্যজনক অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু ও বেশকিছু শ্রমিকের অসুস্থ হওয়ার ঘটনায় গ্রামজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের পাড়ুই থানার ভোলাগড়িয়া গ্রামে। মৃত দুই শ্রমিকের নাম শুভজিত বাগদি ও মিঠুন শেখ।অসুস্থ বেশকিছু শ্রমিক। কি কারনে মৃত্যু ! সে নিয়ে ধন্দ্বে গ্রামবাসী ও চিকিৎসকেরা । তবে মৃত শ্রমিকদের পরিবারের অভিযোগ, প্লাস্টিক পাইপ ফ্যাক্টরিতে বিষক্রিয়া জাতীয় কোনো গ্যাসের কারনে মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =