সুদেষ্ণা মন্ডল :: ভাঙড় :: সংবাদ প্রবাহ :: ভাঙড়ে পাওয়ার গ্রিড জমি আন্দোলন এখনই শেষ নয় সাফ জানিয়ে দিলেন জমি জীবিকা ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকেই জমি আন্দোলন ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। আন্দোলনকারীদের দাবি এবার প্রতিশ্রুতি নয়! যতক্ষণ না ঋণ চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে ততক্ষণ পাওয়ার গ্রিড সাব সেন্টারে তালা খোলা হবে না। মঙ্গলবার সকাল থেকেই পাওয়া গ্রিডের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। আন্দোলনকারীদের দাবিছিল, রাজ্য সরকারের সঙ্গে হওয়া চুক্তি রাজ্য সরকার মানছে না। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না।
আগেও বেশ কয়েকবার পাওয়ার গ্রিড আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। জমি আন্দোলনের সমাধান সূত্র বের করতে বুধবার বারুইপুর মহকুমার শাসকের অফিসে জমি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীমতি পুষ্পা রানী ও বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার।
এই দিন বেশ কয়েক ঘন্টা ধরে চলে বৈঠক ভাঙড়ে হিমঘর নির্মাণ থেকে শুরু করে নদীর সংস্কার একাধিক ইস্যুতে চলে দফায় দফায় বৈঠক জমি আন্দোলনকারীদের সঙ্গে জেলা শাসকের। বৈঠকের পর দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, জমি আন্দোলনকারীদের সঙ্গে বেশ কয়েক ঘন্টা দফায় দফায় বৈঠক চলে।
আন্দোলনকারীদের বিভিন্ন দাবী দাবার কথা আমরা রাজ্য সরকারকে জানাবো। আমরা চাই দ্রুত এই আন্দোলনের নিষ্পত্তি ঘটুক। অন্যদিকে বৈঠক সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেড স্টার সিপিআইএমএল নেতা অলীক চক্রবর্তী জানান, জেলাশাসকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে আমাদের বিভিন্ন দাবিদাওয়ার কথা শুনেছেন |
জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। আমরা বলেছি, যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। রাজ্য সরকার তার চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিদাওয়া পূরণ করলেই আমাদের আন্দোলন উঠে যাবে।