ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন কুমুদ রঞ্জন রায়

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শনিবার ১২,আগস্ট :: ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। শান্তিপূর্ণ ভাবেই বোর্ড গঠন হয় এদিন। জানা যায় ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪৭টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ৪১টি আসন এবং বিজেপি পেয়েছে ৬টি আসন।

স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। এদিন এই বোর্ড গঠন পর্বে সভাপতি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মী তথা গত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমুদ রঞ্জন রায়। সহ সভাপতি নির্বাচিত হন সাপটি বাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের সুনীতি রায়। বোর্ড গঠন করে বাইরে বেরিয়ে আসতেই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় নব নির্বাচিতদের।

এর সাথে সাথে সবুজ আবিরে মেতে ওঠে গোটা বিডিও অফিস চত্বরে। বিডিও অফিস থেকে বিরাট মিছিল করে ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে পৌঁছায় মিছিল। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করবো বলে জানান নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =