নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঢোলাহাট :: মহালয়ার পরম্পরা ঐতিহ্য মেনে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের তরফ থেকে রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধীন গুন্ডাকাটায় কালনাগিনী নদীতে এলাকার মায়েদের উদ্যোগে এই অভিনব তর্পণের আয়োজন করা হয়।
এই অভিনব তর্পণ দেখতে কালনাগিনী নদীর দু’ধারে হাজার হাজার মানুষের সমাগম হয়।এলাকার মহিলা ও ভক্তেরা তাদের পিতৃপুরুষের আত্মার শান্তিতে তর্পণে অংশগ্রহণ করেন। মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র ছাত্রীরা নদীর ঘাটে দুর্গা সেজে মায়ের আগমনী বার্তা হিসাবে অকাল বোধনের আয়োজন করেন।
তার আগে নাম সংকীর্তনের মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করেন এলাকার মানুষ। এদিন সকলের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়।