নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: সিআইডি হেফাজতে থাকা মায়াপুরের ঘি ব্যবসায়ী খুনের ঘটনায় দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলনবদ্বীপ আদালত।একই সাথে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম সমীর হালদার ও লাল্টু ঘোষ।
ধৃতদের বাড়ি নদিয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর এবং নবদ্বীপ থানার মায়াপুর শ্রীনাথপুরে। পয়লা ফেব্রুয়ারি ২০২১ সালের ভর সন্ধ্যায় নিজের অফিসে দুস্কৃতির গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপন দাস ওরফে রসিক শেখর দাসের।
মায়াপুর গৌরনগরের বাসিন্দা পেশায় ঘি ব্যবসায়ী রিপন দাস ওরফে রসিক শেখর দাসকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল।
দীর্ঘ তদন্তের পর ব্যবসায়িক খুনের কেসের তদন্তভার হাতে নেয় সিআইডি। এরপরেই সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তারের পর প্রথমে ১৪ দিন সিআইডি হেফাজতে নেওয়ার পর শুক্রবার নবদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।