কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার দেহ ছিন্নভিন্ন হয়ে গেল। শনিবার দুপুরে মালদা শহরের মালঞ্চপল্লী রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটলেও, ওই বৃদ্ধার দেহের অংশ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায়।পরে জিআরপি এবং রেলপুলিশের কর্তারা এসে ওই বৃদ্ধার ছিন্নভিন্ন হওয়া দেহ উদ্ধার করে।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম ঝাপানি মন্ডল (৯০)। তার বাড়ি মালঞ্চপল্লী এলাকায়। এদিন মেয়ের সঙ্গে দেখা করে রেল লাইন টপকে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা । সেই সময় একটি যাত্রীবাহী ট্রেন চলে আসে এবং ওই বৃদ্ধাকে ধাক্কা মারাতেই তার শরীরের একটি অংশ ইঞ্জিনে সামনের আটকে যায়।
দেহের অংশ মালঞ্চপল্লী এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খালতিপুর স্টেশন সংলগ্ন গিয়ে পড়ে। সেখান থেকেই জিআরপি ওই বৃদ্ধার দেহের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করে। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।