নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালবাজার :: ২৫ জানুয়ারি মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে দশম শ্রেনীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় ওদলাবাড়ি রেল লাইনের পাশ থেকে । ওই বাগানেরই অন্য সেকশনে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে রাতে নিখোঁজ হয়ে যায় সে । ২৭ জানুয়ারি নিখোঁজ কিশোরীর পরিবার নিউ মাল স্টেশনে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। এরপর মৃতের পরিবারসহ ওই ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট হয়নি। তারা সঠিক তদন্ত এর আবেদনে আদালতকে জানায় যে আবার নতুন করে ময়না তদন্ত করা হোক।
সেই আবেদনে সাড়া দিয়ে আদালতের নির্দেশ মেনে এদিন দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর মৃতদেহ মাটি খুড়ে বার করে আবারও ময়না তদন্তের জন্য পাঠানো হলো । পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট উপস্থিতেতে মৃতের পরিবারের লোক জনের সামনে বুধবার মালবাজার ব্লকের মানাবাড়ি চাবাগানে কবর খুরে মৃতদেহ তোলা হয়।