নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীজপুর :: উত্তর 24 পরগনার বীজপুর এলাকার দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলছিল। অভিযোগ বীজপুর থানা এলাকায় চলছিল নৈরাজ্য । মধ্যমগ্রামে উত্তর চব্বিশ পরগণার প্রশাসনিক বৈঠকে বীজপুরে চুরির কথা শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত নৈহাটীর বিধায়ক এবং তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার পার্থ ভৌমিক মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি বীজপুরের আইসি কে তৎপরতার অভাবে অভিযুক্ত করেন।
আত্মপক্ষ সমর্থনে আই সি সঞ্জয় বিশ্বাসের বলেন নিরাপত্তা যথেষ্ট জোরালো করা হয়েছে। বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বদলি করে দেওয়া হল বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাসকে। বীজপুর থানার নতুন আইসি হয়ে আসছেন জয়প্রকাশ পান্ডে। উত্তর চব্বিশ পরগনায় সাম্প্রতিক অতীতে কাজ করা জয়প্রকাশ পান্ডে কোর্ট ইনস্পেক্টর ছিলেন আলিপুরদুয়ারে।পাশাপাশি, বীজপুর থানার আইসি কে বদলি করা হল ট্রাফিক ইনস্পেক্টর কাকদ্বীপ সুন্দরবন পি ডি তে।