নিউজ ব্যুরো :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত। যা নিয়ে গতকয়েক বছর ধরে লাগাতার বিতর্ক চলছে। এর আগে বিরোধীদের অভিযোগ ছিল, অনেক বেশি দামে রাফাল কিনেছে ভারত। শুধু তা-ই নয়, রাফাল তৈরির দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেয়া নিয়েও বিতর্ক হয়েছিল। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।
ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্ট সম্প্রতি তথ্যপ্রমাণ দিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে, ফ্রান্সের সংস্থার কাছ থেকে রাফাল কেনার সময় এক ভারতীয় দালালের মাধ্যমে ভারত সরকার চুক্তি করেছিল। মধ্যস্থতাকারী ওই ব্যক্তির নাম সুষেণ গুপ্ত। মধ্যস্থতা করার জন্য ভারত সরকার তাকে ৭৫ লাখ ইউরো বা ৬৪ কোটি ২৯ লাখ টাকা দিয়েছিল। যা ঘুষ বা কাটমানি হিসেবেই ধরতে হবে। যে পদ্ধতিতে ওই টাকা দেয়া হয়েছে, তা-ও বেআইনি বলে অভিযোগ।
রিপোর্টের দাবি, সুষেণ এর আগেও অগুস্তার কাছ থেকে হেলিকপ্টার কেনার সময় একইভাবে কাটমানি নিয়েছিল। সে সময় মরিশাসে একটি শেল কোম্পানি তৈরি করে তার মাধ্যমে অবৈধ লেনদেন হয়েছিল। এবারেও শেল কোম্পানির মাধ্যমেই টাকার লেনদেন হয়েছে বলে মনে করা হচ্ছে।