নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্যামনগর :: যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার শ্যামনগর গুড়দহ মাতৃপল্লীতে। মৃতার নাম রিয়া মুখার্জি ( ২৬)। মঙ্গলবার রাতে নৈহাটি থানার জি আর পি শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্য থেকে রিয়ার মৃতদেহ উদ্ধার করে। ওঁর হাতে ছিল মোবাইল ও কানে হেডফোন গোজা ছিল।অভিযোগ, মৃতার প্রেমিকই ওঁর সন্ধান দেয় বাড়ির লোককে। এতেই সন্দেহ দানা বেঁধেছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলে মোবাইল ফোন ছিটকে অন্যত্র পড়তো। এক্ষেত্রে মোবাইল ফোন মৃতার হাতেই ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতৃপল্লীর বাসিন্দা রিয়ার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল গুড়দহ শালবাগান এলাকার বাসিন্দা অসীম হাওলদার ওরফে বুটুর। অভিযোগ, বুটুর অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেলেও রিয়ার সঙ্গে মেলামেশা করতো।
মৃতার মা ও দিদির অভিযোগ, বোনকে মেরে রেললাইনে ফেলে দিয়েছে বুটু। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃতার পরিবার ও প্রতিবেশীরা। রাতেই জগদ্দল থানা ও নৈহাটি জি আর পি থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ মৃতার প্রেমিক অসীম ওরফে বুটুকে গ্রেপ্তার করেছে।