রবিবার রাতেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল – ঘটনাস্থল কেতুগ্রাম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৩,মে :: ভোটের আগেই রবিবার রাতেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল কেতুগ্রাম। নিহতের নাম মিন্টু শেখ (৪৫)। রবিবার সন্ধ্যায় তাঁকে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। কেতুগ্রামের আনখোনা গ্রামপঞ্চায়েতের চেঁচুরি গ্রামের ঘটনা।

কেতুগ্রাম থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। এলাকায় উত্তেজনা রয়েছে। ভোটের আগের দিন রাতে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে এক তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগ। ভোজালি ও পরে বোমা মেরে নৃশংসভাবে খুন করা হল এক ব্যক্তিকে। রবিবার রাতে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে৷ এছাড়াও আরও একজন জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =