দানিশ আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রাত পোহালেই কোজাগরী লক্ষীপুজো। কিন্তু গত দুদিন ধরে প্রবল বৃষ্টির কারণে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত চুঁচুড়া খরুয়াবাজারে বাজার দর আগুন । আপেল ১০০ টাকা কেজি, পিয়ারা ১২০ টাকা কেজি, লক্ষ্মী ঠাকুর 200 টাকা থেকে শুরু এই রকম বিভিন্ন ফলের দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । সাধারণ মানুষ জানাচ্ছে যে যেভাবে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে বাজারদর আগুন হাওয়ায় খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে কিন্তু তাও আগামীকাল লক্ষ্মী পুজো করতেই হবে তাই কোনোরকমে ফুল ফল ঠাকুর চিন্তা হচ্ছে ।
যাই কিনতে যাচ্ছি তাই 100 টাকার উপরে। কিন্তু কিছু করার নেই বছরে একটা দিন কোজাগরী লক্ষ্মী পুজো করি তাই অল্প কিছু ফল কিনেই মা লক্ষীকে সন্তুষ্ট করব। বিক্রেতারা জানাচ্ছে যে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে কিভাবে সংসার চালাবো জানিনা আমরা প্রত্যেক বছরই এইখানে ঠাকুর নিয়ে বসেই বা কেউ ফল নিয়ে বসে এই ভাবেই আমাদের সংসার চলে কিন্তু এই বৃষ্টির কারণে ও বাজারদর আগুন হওয়ার কারণে এবছর খুবই খারাপ সময় যাচ্ছে জানিনা বিক্রি-বাট্টা কিছু হবে কিনা।