লংকায় মকর সংক্রান্তি ও ভোগালী বিহুর বাজারে ব্যস্ত স্হানীয় মানুষেরা – আজ রাতেই ভোগালী বিহু ।

বিশ্বজিৎ দেব ::সংবাদ্প্রবাহ টিভি ডট কম  :: ১৪ই,জানুয়ারি :: লঙ্কা ( অসম) ::

করোনা মহামারীকে প্রতিরোধ করতে সারা দেশ জুড়ে লকডাউনের মতো ভয়ঙ্কর দিনের কথা মানুষ এখনো ভুলতে পারে নি । দিন হাজিরা করা দরিদ্র পরিবারের সদস্যদের সেই দিনগুলো এক অভিশপ্ত সময় হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবে । শারদীয় দুর্গোৎসবের পর মনে হয় যেন মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক ভাবে নতুন ছন্দে ফিরে আসছে ।

ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র কৃষিজীবীরা বিভিন্ন ধর্মীয় সামাজিক পার্বণের দিকে তাকিয়ে বুক ভরা আশানিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন । কখন কি উৎসব আসছে তারই ধারাবাহিকতায় আসামের ঐতিহ্যের শিকড় আঁকড়ে ভোগালী বিহু অর্থাৎ মকর সংক্ৰান্তির আগমনে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র কৃষিজীবীদের তৎপরতা শুরু হয়েছে ।

লংকা শহরে পদপথে গ্রামের ক্ষুদ্র কৃষিজীবীরা তাঁদের উৎপাদিত সামগ্রী বাজারে বিক্রি করে কিছু আর্থিক উপার্জনের প্রয়াস চালাচ্ছেন । তার সঙ্গে তাল মিলিয়ে স্হানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা দুটি টাকা উপার্জনের আশা নিয়ে মাঘবিহু অর্থাৎ মকর সংক্ৰান্তির নানা সামগ্রী নিয়ে অক্লান্ত পরিশ্রম করে অনেক আশানিয়ে ব্যবসা চালিয়ে    যাচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *