নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৬,নভেম্বর :: বিপদ থেকে শিক্ষা! কালীপুজোর আগে শব্দবাজি নিষিদ্ধ।শব্দবাজি বাজেয়াপ্ত করল সেহারাবাজার ফাঁড়ির পুলিশ তুলে দেওয়া হলো খণ্ডঘোষ থানার পুলিশের হাতে। পূর্ব বর্ধমান জেলার সেহরাবাজার এলাকায় দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি শব্দ বাজি উদ্ধার হয়েছে বলে খবর।
অবৈধভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানা এবং সেহারা ফাঁড়ির পুলিশ। তারপরে দুটি দোকানে তল্লাশি চালাতেই শব্দবাজি উদ্ধার হয়। এদিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷
প্রসঙ্গত, শব্দবাজির তাণ্ডব রুখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শব্দবাজির জেরে রাজ্যে অঘটনের সংখ্যা নিছক কম নয়। কালীপুজো যত এগিয়ে আসছে, বাজির দৌরাত্ম্য নিয়ে আশঙ্কা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উড়িয়ে কালীপুজো, ছটপুজোর মরসুমে লাগামহীন বাজি ফাটে।
আশ্বাস দিয়েও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা প্রশাসন তা আটকাতে পারে না। সেদিক দিয়ে দেখতে গেলে কালীপুজোর আগে বড়সড় সাফল্য পেল পুলিশ তা বলাই বাহুল্য। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেই খণ্ডঘোষ থানার পক্ষ থেকে জানান হয়েছে।