নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৪,নভেম্বর :: শহর কলকাতায় ফের খুন। সাতসকালে সকাল সাড়ে ৮ টায় চিৎপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ। চিৎপুর থানার অন্তর্গত এলাকা ৭ নম্বর কৃষ্ণলাল দাস রোডে অর্থাৎ চিৎপুর রেল ব্রিজের কাছাকাছি এলাকায় দুই যুবকের মধ্যে বচসা, হাতাহাতি হয়। বচসা চলাকালীন এক যুবককে ধারালো অস্ত্রের কোপ আরেক যুবকের।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শেখ দিলাবরকে। পরে মৃত্যু হয় ওই যুবকের। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চারজন। তার মধ্যে এই ঘটনার মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অর্থাৎ আটক এক । বাকিরা পলাতক ।

স্থানীয়দের অভিযোগ, এই এলাকার ড্রাগস/ মাদক জাতীয় দ্রব্য বিক্রি হত। পুলিশ কোনরকম ব্যবস্থা নিত না । এখানেই বাইরের লোক এসে, ড্রাগস নিতো। স্থানীয়রা এ অভিযোগ করছেন ড্রাগস নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি হয়েছে।