নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: একটা নয়, একেবারে জোড়া বাঘ। গাছের ফাঁকে প্রথমে দুজনকে আলাদা দেখা যায়। এরপর দুটোকেই পাশাপাশি বসে থাকতে দেখা যায়। একেবারে রাজকীয় চালে তারা বসে থাকে।এখনও হাড় কাঁপানো ঠান্ডা পড়েনি। তবে এই সময়টাতেই তো সুন্দরবনে উপচে ওঠে ভিড়।
গত কয়েকবছর করোনা অতিমারির জেরে পর্যটকরা সেভাবে বেড়াতে যেতে পারেননি। তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। শীতের শুরুতেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সুন্দরবনে। আর সুন্দরবনের বাঘ মামাও নিরাশ করছে না পর্যটকদের। একেবারে ফ্য়ামিলি নিয়ে পর্যটকদের দর্শন দিচ্ছে তারা। আর এতেই মন ভরে যাচ্ছে পর্যটকদের।
বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর কারণে সুন্দরবনের পর্যটন কেন্দ্র গুলি বন্ধের মুখে দাড়িয়ে ছিল।কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের। কলকাতা সহ বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে বহু পর্যটকেরা ভিড় করেছে সুন্দরবনে। পর্যটকদের মন কেড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য।
আশায় ঘুম লাগছে সুন্দরবনের পর্যটক শিল্পের সঙ্গে যুক্ত থাকা ট্যুর অপারেটররা । ট্যুর অপারেটরের মালিক নিউটন সরকার বলেন, এবছর শীতের মৌসুমে ইতিমধ্যে বহু পর্যটকেরা সুন্দরবন এ ঘুরতে এসছে এবং বাঘের দর্শন পেয়েছে। আশা করি এবছর ব্যবসা ভালো হবে আর্থিক ক্ষতি কাটিয়ে আবারো ঘুরে দাঁড়াতে পারবো আমরা।