শুক্রবার মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডের ভয়াবহ ধ্বসের ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক ভারতীয় সেনা জওয়ানের।

নিজস্ব সংবাদদাতা :: :: সংবাদ প্রবাহ :: মনিপুর :: শুক্রবার মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডের ভয়াবহ ধ্বসের ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক ভারতীয় সেনা জওয়ানের। জানা যায়, গোটা একটা সেনা ক্যাম্প ধ্বসের কবলে পড়ে গিয়েছে।

ধ্বসের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু সেনা জওয়ান। সূত্রের খবর, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ২৬ জন সেনার মৃতদেহ। ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও সেনা।সেনা সূত্রের খবর, মৃতদের মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক জওয়ান রয়েছে। শুধু তাই নয়, মৃত সেনাদের মধ্যে নয় জন রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলার। শুক্রবার সেনাদের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়ামাত্র টুইট করে দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, মৃতদের খবর পাওয়ামাত্র সবরকম বিজয় মিছিল স্থগিত করেছেন জিটিএ নির্বাচনে জয় পাওয়া রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। পাশাপাশি বিজয় মিছিলের পরিবর্তে দলের নেতা কর্মী সমর্থকদের মৃত জওয়ানদের পরিবারের পাশে থাকার আবেদনও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনায় মৃত নয়জন সেনার পার্থিব দেহ শনিবার সকালে বায়ুসেনার হেলিকপ্টারে মণিপুর থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয়। মোট ১১ জন সেনার দেহ দুটি পৃথক হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়।

সেখানে তাদের শেষ শ্রদ্ধা জানান সেনা আধিকারিক থেকে প্রশাসনিক কর্তারা। এরপর সেখান থেকেই মৃতদেহ সড়কপথে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে সেনা সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seventeen =