নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বৃহস্পতিবার শ্রীরামপুরে মহিলা ও যুব মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি করা হয়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের “মা কালী”র বিষয়ে মন্তব্যের জেরে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়।এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার শ্রীরামপুর থানা ঘেরাও করলো বিজেপি মহিলা ও যুব মোর্চা । উপস্থিত ছিলেন সভাপতি মোহন আদক, শর্বরী সেন শশী সিংহ সহ অন্যান্য বিজেপি সমর্থক ও সদস্যরা।এদিন তারা দাবি করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মা কালীর উপর যে কুরুচিকর মন্তব্য করেছে সেই পরিপ্রেক্ষিতে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই বিষয়ে বিজেপি সমর্থকদের সাথে শ্রীরামপুর থানার পুলিশ কর্মীদের এক ধস্তাধস্তি পরিবেশ সৃষ্টি হয়।