নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, নাম সংকীর্তন এর দলে সজরে ধাক্কা পিকআপ ভ্যানের। শিশুসহ জখম প্রায় ১০ জন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সকলে। নদীয়ার শান্তিপুর থানার বাগাচড়া এলাকার ঘটনা।
জানা যায় শান্তিপুর থানার বাগাচড়া বাগদেবী তলা এলাকার বেশ কয়েকজন ভক্ত তারা কার্তিক মাস উপলক্ষে প্রতিদিনের মতো সকালে নাম সংকীর্তন করতে রাস্তায় বেরিয়ে ছিলেন। তার মধ্যে একাধিক মহিলা এবং বেশ কিছু শিশু ছিল। তারা যখন রাস্তা দিয়ে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছিল উল্টো দিক থেকে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই নাম সংকীর্তন এর দলে ধাক্কা মারে।
পিকআপ ভ্যানের ঢাকায় রাস্তায় ছিটকে পড়ে যায় মহিলা শিশুসহ একাধিক ব্যক্তিরা। চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থলে স্থানীয়রা এসে হাজির হয়। তবে ততক্ষণে ওই পিকআপ ভ্যানচালক তড়িঘড়ি গাড়ি নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় সকলেই তড়িঘড়ি গুরুতর রকম অবস্থায় তাদেরকে প্রাথমিকভাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
শারীরিক অবস্থার অবনতি থেকে বেশ কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতাল এবং কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। এরপরেই এলাকাবাসী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারা চাইছেন অবিলম্বে ওই গাড়িচালক এবং গাড়িটিকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। তবে সাত সকালে এই দুর্ঘটনার কারণে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।