নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সোমবার ২৬,ফেব্রুয়ারি :: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জাতীয় সড়ক আসাম মোড়ে। মৃত্যুর মুখ থেকে ফিরে এলো চালক এবং তার সহযোগী। বিকট আওয়াজ শুনে ছুটে যায় স্থানীয়রা। স্থানীয়দের চেষ্টায় গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করা হয়।
রাজস্থান থেকে আসাম যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক রাস্তা থেকে উল্টে গিয়ে অপর আর এক রাস্তায় ছিটকে দুমড়ে মুছড়ে ভেঙে পড়ে পণ্য বোঝাই ছোট চার চাকার গাড়ি। দ্রুত গতিতে গিয়ে ভেঙে ফেলে লাইটের পোস্ট। বরাতজোরে প্রাণে বাঁচলো চালক এবং সহযোগী।
যদিও গাড়ি থেকে বের হওয়ার সময় দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন গাড়ির এক কর্মী। চালক জানান ঠান্ডা আবহাওয়া, হঠাৎই ঘুম চলে আসায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে তদন্তে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ।