নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রাজ্যের একাধিক সরকারি স্কুলের বেহাল অবস্থা। কোথাও ভেঙে পড়ছে দেওয়াল আবার কোথাও পঠনপাঠন হচ্ছে ক্লাসরুমের বাইরে। মালদায় কিছুদিন আগে সরকারি স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত্যু হয় ছাত্রের। এবার কাঁকসার বামুনাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গ্রাস করেছে নতুন আতঙ্ক।
স্কুলে রয়েছে কয়েকশো ক্ষুদে পড়ুয়া। স্কুলের প্রবেশপথের পাঁচিল বিপদজনক।ফাটল ধরেছে চতুর্দিকে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সেই বিপদ এড়াতে দেওয়ালে বড়বড় করে লেখা হয়েছে “সাবধান এই পাঁচিলটি বিপদজনক”, এমনকি দেওয়া হয়েছে লাল পতাকা।
স্কুলের প্রধান শিক্ষক দাবি করেন গত কয়েকমাস আগে কাঁকসার বিডিওকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো কাজ হয়নি বলেও অভিযোগ। দ্রুত পাঁচিল সংস্কারের দাবি তুলছে স্থানীয়রা। অবিভাবকরা জানাচ্ছেন বাচ্চাদের তারা স্কুলে পৌঁছে দেন। কিন্তু এই বেহাল পাঁচিল যেকোনো সময় পরে প্রাণহানি ঘটতে পারে। কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য জানান বিষয়টি তাদের অজানা ছিল। দ্রুত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।