সাম্প্রতিক ইতিহাসে নজির বিহীনভাবেই আদালতের রায়ের পরেই লোকসভার সাংসদ পদ খারিজ করা হয়েছে রাহুল গান্ধীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্যামনগর  :: ২৭শে, মার্চ :: দেশের বিরোধী মুখ হিসেবে পরিচিত গান্ধী পরিবারের অন্যতম সদস্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে সাম্প্রতিক ইতিহাসে নজির বিহীনভাবেই আদালতের রায়ের পরেই লোকসভার সাংসদ পথ খারিজ করা হয়েছে রাহুল গান্ধীর। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশের সর্বত্র।

দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলছে কংগ্রেসীদের বিক্ষোভ। নজিরবিহীনভাবে সাংসদ রাহুল গান্ধীর সদস্যপদ কেড়ে নেওয়া ভালোভাবে নিচ্ছে না কংগ্রেস হাই কমান্ড। আজ শ্যামনগর পোস্ট অফিস মোড়ে আতপুর শ্যামনগর শহর কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী আয়োজন করা হয়। ব্যস্ততম ৮৫ রুট সাময়িকভাবে স্তব্ধ করে দেয় কংগ্রেস কর্মী সমর্থকরা।

কংগ্রেস নেতা বিপুল ঘোষাল জানান, অনৈতিকভাবে আমাদের জনপ্রিয় সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে। আমরা অবিলম্বে রাহুল গান্ধী সাংসদ পথ ফেরানো দাবি জানাচ্ছি। দেশের গণতন্ত্র নষ্ট করছে কেন্দ্রীয় সরকার। বারবার বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে মোদী – অমিত সাউরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *