সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::সোনারপুর :: সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। রাজপুর রবীন্দ্রভবনে বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, রাজপুর সোনারপুর প্রশাসক মন্ডলীর প্রধান পল্লব দাস, বিধায়ক ফিরদৌসী বেগম একটি বৈঠক করেন । সোনারপুর ও নরেন্দ্রপুর থানার দুই আধিকারিক, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর, ব্যবসায়ী সমিতির সদস্য উপস্থিতিতে বৈঠক হয়।

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৬,৭,১০ ও ১১ই জানুয়ারি সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখা হবে। শুধুমাত্র এমারজেন্সি পরিষেবা চালু থাকবে। এইসময় বাজারগুলি স্যানিটাইজ করার কাজ করবে পুরসভা। কোভিড বিধি রুখতে মাস্ক পরার ব্যাপারে সচেতনতা চালাবে প্রশাসন। মাস্ক ছাড়া কেউ বের হলে আইনী ব্যবস্থা নেবে বলে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বাজার কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক ছাড়া কোনো ব্যবসায়ী যেন ব্যবসা না করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *