স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী,হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু মালদহে |

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী,হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু প্রেমিকের, খুনের ঘটনায় চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরের। পুলিশ সূত্রে জানা গেছে দু’‌মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গেছিল গোবিন্দ প্রামানিক(‌৩০)‌। এই রাগে গোবিন্দ প্রামানিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করল সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা।

মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর-‌১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। ওই সময় গোবিন্দ প্রামানিক চাঁচলে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, গুরুতম জখম গোবিন্দ প্রামানিককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামানিকের।গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী।হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানান অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাঁদের ২ কন্যা সন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা তাঁর স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামেরই এক যুবক গোবিন্দ প্রামানিকের সঙ্গে পালিয়ে যান।

এই ঘটনায় রাগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামানিককে একা পেয়ে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কৃষ্ণপদ। তাঁর বুকে চাকু ঢুকিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ সাহা কে আটক করে নিয়ে যায় চাঁচল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =