নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: স্বাধীনতা দিবসের প্রাক্কালে অস্ত্র ভান্ডারের হদিস হুগলীতে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে চুঁচুড়া থানার পুলিশ হানা দেয় হুগলী স্টেশনের কাছে কোদালিয়া মনসাতলায় সুকুমার মাঝি ওরফে সুকুর বাড়িতে। সুকুর বেড়ার ঘর থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র।
এরমধ্যে রয়েছে তিনটি নাইন এমএম বন্দুক, একটি পিস্তল, ১৬টি পাইপ গান, ২০৭রাউন্ড তাজা গুলি ৫টি কার্টিজ, ২কেজি বিষ্ফোরক। ঘটনার পরই পুলিশ সুকুমার মাঝি সহ মোট ৮জনকে গ্রেফতার করে। রবিবার ধৃতদের চুঁচুড়ার বিশেষ আদালতে তোলা হবে। সুকুমার হুগলী মোড়ের কাছে একটি ওষুধের দোকানে কাজ করে।
সুকুমারের মায়ের দাবী ছেলে কোথা থেকে এইসমস্ত অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে গেল বুঝতে পারছি না। যদিও স্বাধীনতা দিবসের আগের দিন অস্ত্রভান্ডারের হদিস মেলায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা হুগলীতে।