নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: অনুব্রত মণ্ডল, বঙ্গ রাজনীতিতে অন্যতম দাপুটে একটি নাম। সেই দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধেই মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, তার চাপেই নাকি ১৪ দিনের বেড রেস্ট প্রেসক্রাইব করেছেন তিনি।
সেই বিতর্কের সাথে জড়িয়ে যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীরই এখন কোন পাত্তা নেই বা বলা চলে তিনি কোথায় আছেন, কি করছেন সেই খবর কেউ জানেন না। স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, তবে কি নিখোঁজ তিনি? যে নিরাপত্তাহীনতার ভয়ে ভুগছিলেন তাই কি বাস্তবিক হয়ে দেখা দিল? তার বাড়িতে তালা ঝুলতে দেখে এমনই হাজারও প্রশ্ন উঠছে।
অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে চিকিৎসা করার জন্য বিতর্কে জড়িয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। নিয়মের বাইরে গিয়েই কার্যত, হাসপাতালের সুপারের নির্দেশে তিনি বাড়ি গিয়ে চিকিৎসা করেন অনুব্রতর। এরপর তিনি বাইরে বেরিয়ে জানান, অনুব্রত মণ্ডলের শরীর অসুস্থ, তার বেড রেস্ট প্রয়োজন।
পরের দিনেই তিনি বিস্ফোরক অভিযোগ করেন, অনুব্রত মণ্ডলের নির্দেশেই তিনি ১৪ দিনের বেড রেস্ট লিখে দিয়েছিলেন। তার এরুপ দাবীতে রীতিমতো শোরগোল পড়ে যায় সমগ্র রাজনীতি মহলে । এরপর তাঁর বাড়িতেও সিবিআই এর আনাগোনা । সব মিলিয়েই পরিস্থিতি চিন্তাজনক ।