কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদহের হরিশ্চন্দ্রপুর বন্যার ত্রাণ কেলেঙ্কারিতে আবার একের পরে এক অভিযুক্ত আত্মসমর্পণ । সুপ্রিম কোর্টের নির্দেশে দু সপ্তাহ শেষ হওয়ার আগেই থানায় আত্মসমর্পণ করলেন বন্যার ত্রাণ কেলেঙ্কারির আরেক অভিযুক্ত তৃণমূল নেত্রী তথা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির নারী-শিশু ত্রাণ কর্মাদ্ধখ্য রোশনারা খাতুন।
সোমবার সকালে তিনি থানায় আত্মসমর্পণ করেন। আজ তাকে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। এদিন তিনি জানান তিনি এই কেলেঙ্কারিতে জড়িত নন। তাকে ফাঁসানো হয়েছে। মাস্টার রোলের তার সই জাল করা হয়েছে। রোশনারা খাতুন এর বক্তব্য তাকে ফাঁসানো হয়েছে।তার সই জাল করা হয়েছে। পিছনে বড় মাথা আছে। এর আগে তিনি ২০১৯ এবং ২০২১ সালে এ বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছিলেন।
মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি থানায় আত্মসমর্পণ করলেন। পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসবে। উল্লেখ্য গত সপ্তাহের শেষে হরিশ্চন্দ্রপুর বন্যার ত্রাণ কেলেঙ্কারির আরেক অভিযুক্ত বড়ই অঞ্চলের তৃণমূল নেতা আফসার হোসেন আত্মসমর্পণ করেন। তিনিও জেরার মুখে জানিয়েছিলেন দলের বড় বড় রাঘব-বোয়াল এর পিছনে রয়েছে।
তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে। গত সপ্তাহে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তাকে দশ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে ২০১৭ সালের বন্যার ক্ষতি-গ্রস্তদের জন্য দুই দফায় ১৩ কোটি টাকা স্যাংশন হয়েছিল। কিন্তু অভিযোগ এই টাকা প্রকৃত বেনেফিশিয়ারি না পেয়ে বেশ কিছু তৃণমূল নেতা এবং জন-প্রতিনিধিদের পকেটে গিয়েছে। এর মধ্যে পঞ্চায়েত সমিতি স্তরে ৩ কোটি ৫০ লক্ষ টাকার মতো দুর্নীতির অভিযোগ হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।