সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বৃহস্পতিবার ২৩,নভেম্বর :: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জয়নগরের দলুয়াখাকি গ্রাম ।গ্রামের মহিলারা বাড়ি ফিরেছে। বৃহস্পতিবার দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করতে পৌঁছান বাম প্রতিনিধি দল।একই দলে ছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলী শ্রমিক লাহিড়ী ও সায়ন ব্যানার্জি।

কেমন অবস্থায় রয়েছে গ্রামের মহিলারা সে বিষয়ক খতিয়ে দেখেন বাম নেতারা। এলাকা পরিদর্শনের পর কার্যত সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানান, পুলিশ আমাদেরকে গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে। মানুষের পাশে থাকতেও বাধা দিচ্ছে কেন । আমাদের কাছে হাইকোর্টের অনুমতি রয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এই গ্রামে এসেছি। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা।