হুগলীর চুঁচুড়া ২ নম্বর কাপাসডাঙ্গার লক্ষ্মীনারায়ণ পল্লীর একটি পুকুরের উপরে পাতা জালে আটকে পড়া একটি ভারতীয় বক (ব্ল্যাক হেডেড হেরন)-কে উদ্ধার করেন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: ২৪শে,এপ্রিল :: হুগলীর চুঁচুড়া ২ নম্বর কাপাসডাঙ্গার লক্ষ্মীনারায়ণ পল্লীর একটি পুকুরের উপরে পাতা জালে আটকে পড়া একটি ভারতীয় বক (ব্ল্যাক হেডেড হেরন)-কে উদ্ধার করেন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং।

পুকুরের মাঝ বরাবর জালে আটকে পড়া বকটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তিনি। তার পায়ে নাইলনের জাল আটকে ক্ষতের সৃষ্টি হয়। প্রাথমিক চিকিৎসার পর পাখিটিকে প্রকৃতির কোলে ছেড়ে দেন তিনি। চন্দন বাবু জানান প্রাণীকূলের উপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইন (প্রিভেনশন অফ অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্ট ১৯৬০) রয়েছে।

অথচ সেই আইন কোনওভাবেই প্রয়োগ হচ্ছে না। ফলে পুকুরের উপর কিংবা ফলন্ত গাছে জাল বিছানোর বহর ক্রমেই বেড়ে চলেছে। বছর কয়েক আগেও মূলত গ্রামীণ এলাকায় গিয়ে জালে আটকে পড়া পাখিদের উদ্ধারের কাজ করতাম। কিন্তু সম্প্রতি শহরাঞ্চলের পুকুরগুলিতে এই জাল পাতা শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *