হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রতিভাবান গুজরাট ক্রিকেট অধিনায়কের

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: তিনি একসময় ভারতের অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন৷ ২০১৯-২০-র রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র দলের সদস্য ছিলেন অভি বারোট৷ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই প্রতিভাবান ক্রিকেটার৷এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) জানিয়েছে, ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আভি বারোট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷

নিজের ছোটো ক্রিকেট ক্যারিয়ারে হরিয়ানা এবং গুজরাটের প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড় শুক্রবার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর৷ ২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের অংশ ছিলেন অভি৷ ২০১৯-২০ মরশুমে ফাইনালে বাংলাকে হারিয়ে কাপ জিতেছিলেন অভি-রা৷

গুজরাটের অল্প বয়সী প্রতিভাবান ক্রিকেটার আভি বারোটের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ এদিম এসসিএ জারি করা একটি বিবৃতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে গুরুতর হৃদরোগের কারণেই তিনি ১৫ অক্টোবর সন্ধ্যায় মারা যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *