১৮ই আগস্ট শান্তিপুরের ভারত ভুক্তি দিবস পালন নদীয়ার শান্তিপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদীয়ার একাংশ ভৌগোলিক রূপরেখা ভুলের কারণে তৎকালীন পূর্ব পাকিস্থানের অন্তর্ভুক্ত হয় ৷ ফলে অজস্র মানুষ পড়েন মহা বিপদে ৷ মানুষের সেই সংকটের কথা সংসদে তুলে ধরেন শান্তিপুরের মানুষ এবং সাংসদ পন্ডিত লক্ষ্মিকান্ত মৈত্র ৷

১৭ আগষ্ট রাতে বেতারের মাধ্যমে ঘোষনা করা হয় যে, শ্রীচৈতন্য-শ্রীঅদ্বৈত স্মৃতি বিজড়িত নদীয়ার ঐ অংশও ভারত রাষ্ট্রের অন্তঃর্ভুক্ত হলো ৷ পরের দিন অর্থাৎ ১৮ আগষ্ট সকালে শান্তিপুরের বিশিষ্ট কবি করুনানিধান বন্দোপাধ্যায় ভারতবর্ষের জাতীয় পতাকা শান্তিপুরের ডাকঘরে নেতাজী মুর্ত্তির সামনে উত্তোলন করেছিলেন ৷ সেই থেকে শান্তিপুর শিবনিবাস সহ নদীয়া জেলার বেশ কিছু প্রান্তে ১৮ই আগষ্ট ভারতভুক্তি দিবস উদযাপন করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *