করোনা ঠেকাতে ঝাড়গ্রামের রাস্তায় মহকুমা শাসক ও পৌর প্রশাসক।

দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: করোনার গ্রাফ উর্দ্ধমুখি। আবার ঝাড়গ্রামে এই সময় বাইরে থেকে আসা পর্যটকে ভর্তী। তাই সংক্রমণ ছড়ানোর একটা আশংকা থাকছেই। এই পরিস্থিতি তে যাতে ঝাড়গ্রাম জেলা কে করোনা মুক্ত রাখা যায় তার জন্য রাস্তায় টহল শুরু করলেন মহকুমা শাসক বাবুলাল মাহাত এবং পৌর প্রশাসক কবিতা ঘোষ।

রাস্তায় মাস্ক ছাড়া কাউকে দেখলে তাকে সাবধান করা হচ্ছে। দেওয়া হচ্ছে মাস্ক। আগামী দুদিন এভাবেই মানুষকে বোঝানোর কাজ চলবে বলে জানান মহকুমা শাসক। তার পর থেকে শুরু হবে কড়া ব্যাবস্থা নেওয়া । যারাই নিয়ম ভাঙবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। করা হবে স্পট ফাইনও।

মহকুমা শাসক জানান ঝাড়গ্রাম কে করোনা মুক্ত রাখার জন্য সবরকম ব্যাবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কড়া ভূমিকাও গ্রহন করা হবে। প্রশাসনের এহেন্ ভূমিকায় মাস্ক বিহীন মানুষরা বিব্রত বোধ করলেও খুশি বাকি শহর বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =