সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: অবশেষে স্বইচ্ছায় জঙ্গলে ফিরল গোসবার লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের মহারাজ। টানা তিন দিন পরে বনকর্মীদের সঙ্গে বাঘ বন্দী খেলার পরে নদী সাঁতরে জঙ্গলে ফিরল গোসাবার বাঘ। সম্প্রতি গোসাবা ব্লকের লাহিড়ী পুরে চড়ঘেরি এলাকায় লোকাল এর মধ্যে ঢুকে পড়ে বাঘ। এরপর বনকর্মীরা গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলে । বাঘ বন্দি করার জন্য পাতা হয় দুটি খাঁচাও ।
কিন্তু অধরাই থেকে যায় বাঘ। রবিবার রাতভর বনবিভাগের পক্ষ থেকে গ্রামের মধ্যে পটকা ফোটানো হয়। সোমবার সকালে গরাল নদী লাগোয়া চরে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় । বন কর্মীদের অনুমান অবশেষে গরাল নদী সাঁতরে পঞ্চমুখানি দিয়ে পার হয়ে গভীর জঙ্গলে ফিরে গিয়েছে মহারাজ । অবশেষে বাঘ জঙ্গলে ফিরে যাওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোসাবা ব্লকের বাসিন্দাদের মধ্যে।