সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::ক্যানিং :: শিয়ালদহ দক্ষিণের ক্যানিং শাখার তালদি স্টেশনে ট্রেন অবরোধ। সকাল থেকে চলছে অবরোধ। জানা গেছে, সকালে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ার প্রতিবাদে অবরোধ। কয়েক হাজার যাত্রী ট্রেন অবরোধ করেছেন। কী কারণে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, তা না জানানোয় অবরোধ শুরু করেন যাত্রীরা।
প্রথম দুটি ট্রেন বাতিল হয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। তাদের পক্ষ থেকে অবরোধ তোলার চেষ্টা শুরু হয়েছে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। নিত্যযাত্রীদের দাবি, পূর্ব ঘোষণা ছাড়াই রেল কর্তৃপক্ষ পরপর দুটি ট্রেন বাতিল করায় অসুবিধায় পড়েছে কয়েক হাজার নিত্যযাত্রীরা। অবরোধের জেরে প্রভাব পড়েছে শিয়ালদার অন্যান্য শাখার ট্রেন চলাচলের।