কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: স্থানীয় সূত্রে জানা গেছে পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের রাহুদগ্রাম এলাকার ইমাজুল শেখ নামে এক চামড়া ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসার সূত্রে ভোররাতে বাইক নিয়ে বেরিয়েছিলেন । কাজ সেরে বাড়ি ফেরার পথে ভাবুক অঞ্চল এর মিশন রোড এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।কাটিং রাস্তা দিয়ে ক্রস করার সময় রং রুট দিয়ে আসা একটি ১০ চাকার লরি ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় কর্তব্য রত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।