চুচূড়া হাসপাতালের তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত রোগী – চিকিত্সা চলছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সিঙ্গুরের রোগী সনৎ কোলে শনিবার পেটে জল জমে যাওয়ায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন । কিন্তু পরদিন সকাল থেকেই তাকে হাসপাতালের শয্যায় খুঁজে না পেয়ে তার বাড়িতে খবর যায় । বাড়ির লোক তড়িঘড়ি হাসপাতালে দৌড়ে আসেন এবং জানতে পারেনা যে রোগীকে হাসপাতালের পিছন থেকে মাথায় আঘাত সমেত পাওয়া গিয়েছে । সেখানে এসে তাঁরা জানতে পারেন হাসপাতালের তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত সনৎ কোলে।কিভাবে সনৎ ওই তিন তলার ছাদে গেল এবং কিভাবে পড়ল সেই বিষয়ে অবশ্য কিছুই জানানো হয়নি হাসপাতালে পক্ষ থেকে।চুঁচুড়া থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল হাসপাতালে পক্ষ থেকে। পুলিশের বিষয়টি তদন্ত করে দেখছে।ডেপুটি সুপারিনটেনডেন্ট কমলিকা রায় তিনি জানান সনৎ শারীরিক অসুস্থতা এবং সাইক্রেটিক সাইকো পেশেন্ট হিসেবে ভর্তি ছিল হাসপাতলে।আজ সকাল থেকে তার বেডে তাকে পাওয়া যায় না।এরপর হাসপাতালের পিছনে মাথায় আঘাত নিয়ে পড়ে থাকতে দেখে হাসপাতালে লোকজন।সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে চিকিৎসা করা হয়েছে এখন সে সুস্থ আছে।তবে কীভাবে সে হাসপাতালের পিছনে গেল সেই বিষয়ে পরিষ্কার করে তিনি কিছুই বলতে পারেননি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =