জয়নগর থানা ও আই.সি অতনু সাঁতারার উদ্যোগে স্কুলপড়ুয়াদের মহাকাশ চেনাতে জয়নগরে হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ শিবির।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: জয়নগর থানা ও আই.সি অতনু সাঁতারার উদ্যোগে এলাকার স্কুলপড়ুয়াদের মহাকাশ চেনাতে জয়নগরে হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ শিবির। অত্যাধুনিক টেলিস্কোপ এবং জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মহাকাশ দেখার সুযোগ পেল জয়নগর থানা এলাকার প্রায় দেড় শতাধিক ছাত্র ছাত্রী।পাঠ্যপুস্তকে পড়া মহাকাশের গ্রহ নক্ষত্র দের সম্পর্কে পারদর্শী প্রশিক্ষকদের মাধ্যমে খুঁটিনাটি বিষয় জানা এবং অত্যাধুনিক টেলিস্কোপ এর মাধ্যমে তা চাক্ষুষ করার সুযোগ পেলো জয়নগর থানা এলাকার চতুর্থ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা।জয়নগর থানা, প্রত্যয় এবং জয়নগর উত্তর ও পূর্ব চক্রের বিদ্যালয় অবর পরিদর্শকদের উদ্যোগে এবং জয়নগর ১ নং ব্লক অফিসের সহযোগিতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল এই বিশেষ প্রশিক্ষণ শিবির।

অনুষ্ঠানের শুরুতে বারুইপুর পুলিশ জেলার স্বয়ংসিদ্ধা র পক্ষে বারুইপুর মহিলা থানার আই সি কাকলি ঘোষ কুন্ডু ছাত্র-ছাত্রীদের মানব পাচার, বাল্যবিবাহ ,শিশুশ্রম ,গার্হস্থ্য হিংসা বিষয়ে সচেতন করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে সাইবারক্রাইম সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন জয়নগর থানার আইসি অতনু সাঁতরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু, স্কুল ইনস্পেক্টর কৃষ্ণেন্দু ঘোষ এবং জয়নগর থানার আইসি অতনু সাঁতরা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।বৃহস্পতিবার বিকালে থানা প্রাঙ্গণে পারদর্শী প্রশিক্ষকরা জায়েন্ট স্ক্রিন এর মাধ্যমে প্রথমে ছাত্র-ছাত্রীদের মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর অন্ধকার নামার সাথে সাথেই জয়নগর থানার ছাদে অত্যাধুনিক টেলিস্কোপ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মহাকাশ দেখানো হয়।

স্কুল ইনস্পেক্টর কৃষ্ণেন্দু ঘোষ জানান,মহাকাশ সম্পর্কে ছাত্র ছাত্রীদের নানান কৌতুহল থাকে,সেই কৌতুহলের অবসান ঘটাতে এই উদ্যোগ ।

অনুষ্ঠান সম্পর্কে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন,-বর্তমান সমাজে সাইবার ক্রাইম একটা বড় সমস্যা,সে ব্যাপারে শিশুদের সচেতন করা,শিশু পাচার নিয়ে সচেতন করা হয় |

পরিশেষে ছাত্র ছাত্রীদের টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী দিনে জেলার অন্যান্য থানাতে ও এধরনের অনুষ্ঠান করা হবে বলে ও জানান তিনি। টেলিস্কোপ এর মাধ্যমে এভাবে মহাকাশ দেখার সুযোগ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।খুশি ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =