নিউ জলপাইগুড়ির বৈদ্যুতিক খুঁটিতে যুবকের ঝুলন্ত মৃতদেহ – খুনের আশঙ্কায় স্থানীয়রা – আটক দুই অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: গতকাল রাতে ওই এলাকায় কিছু যুবকের সঙ্গে মদ্যপ করে সে । পরবর্তীতে তাদের সঙ্গে কোন অজ্ঞাত কারনে বচসাও হয় তার । তার পরেই আজ সকালে তার দেহ ঝুলন্ত অবস্থায় মেলে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ।

ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।সূত্রের খবর রাত্রে বন্ধুদের সঙ্গে মদ খেয়ে ঝামেলা , সকালেই রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত মৃতদেহ যুবকের । ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের বকড়াভিটায় । শুক্রবার স্থানীয়রা প্রথমে দেহটি দেখতে পান । এনজেপি থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । ওই এলাকার ১৭ বছরের সন্টু বর্মন (ছোট্টু) পেশায় রঙ মিস্ত্রি ।

পুলিশ তদন্য্তে নেমে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয় সুরজ ছেত্রী , রাজু মন্ডলকে আটক করেছে । জিজ্ঞাসাবাদ চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 20 =