বসত ভিটা দখল করাকে কেন্দ্র করে মহিলাকে বাঁশ পেটা দুষ্কৃতিদের – দর্শকের ভুমিকায় পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত হারুরপাড়া মাঠ এলাকায় রবিবার সকালে যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির এবং আহত হলেন আরো পাঁচজন। রবিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়।

জানা যায় ঐ মহিলা প্রায় ৪২ বছর ধরে ঐ এলাকার একটি সরকারি জমিতে বসবাস করতেন । পরে ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি জায়গায় বসবাসকারিদের নিয়ম মেনে পাট্টা দেবার কথা জানালে ঐ মহিলা সেই জায়গার পাট্টা পান ।

এখন ঐ এলাকারই কিছু দুষ্কৃতি দাবি করেন যে জমিটি তাদের এবং ঐ জমি থেকে মহিলাকে উঠে যেতে হবে । তারপরই চড়াও হয় ঐ মহিলার উপর ।

মহিলাকে ঘর থেকে বের করে তালা দিয়ে দেওয়া হয় ওনার ঘরে ।বাঁশ পেটা করা হয় পুলিশের সামনে। তাঁর জীবিকা নির্বাহের তাঁত ঘরটিও পুড়িয়ে দেওয়া হবে ।

নিরুপায় হয়ে ওই মহিলা রানাঘাট পুলিশ সুপারের দ্বারস্থ হন। গোটা ঘটনার বিবরণ দেওয়ার পর পুলিশ সুপারের তরফ থেকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন শান্তিপুর থানার আইসিকে ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =