নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রান্নার গ্যাসের দাম বেড়ে ১০২৬ টাকা। সঙ্গে পেট্রল-ডিজেলের দামও ক্রমবর্ধমান। মাথায় হাত মধ্যবিত্ত বাঙ্গালীর। এই অবস্থায় বাঁকুড়ার বড়জোড়া রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব আন্দোলনে নামলো কিষাণ ক্ষেতমজুর তৃণমূল।শনিবার ঐ সংগঠনের বড়জোড়া ব্লক কমিটির পক্ষ থেকে মহিষের গাড়িতে গ্যাস সিলিণ্ডার, উনুন মোটর বাইক চাপিয়ে মিছিল করা হয় স্থানীয় অডিটোরিয়ামের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে চৌমাথায় গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে এক পথ সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব।উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূলের সভাপতি আশুতোষ মুখার্জী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও স্থানীয় বিধায়ক অলোক মুখার্জী, বড়জোড়া ব্লক কিষাণ ক্ষেত মজুর তৃণমূলের সভাপতি অশোক ব্যানার্জী, তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী স্নেহা মুখার্জী প্রমুখ।