নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি । আর বৃষ্টির জলে ভিজতে-ভিজতেই ঘরের গৃহিণী ও ছেলেকে নিয়ে শেষ মুহূর্তের ধান ঘরে তুলতে ব্যাস্ত বাঁকুড়ার কৃষকরা ।সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও বেলা যেতেই শুরু ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি । বাঁকুড়া জেলার বেশ কয়েকটি ব্লক জয়পুর, কোতুলপুর, ইন্দাস, পাত্রসায়ের, বিষ্ণুপুর,ওন্দা এলাকায় সারা বৎসরই কৃষি কাজ নিয়ে ব্যাস্ত থাকেন কৃষকরা ।এই মুহূর্তে চাষের জমিতে চলছে পাকা ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার পর্ব। বৃষ্টি শুরু হওয়ায় নাজেহাল অবস্থা কৃষকদের । শেষ মুহূর্তে চেষ্টা করছেন যতটুকু পারা যায় পাকা ধানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য । সেই মতোই বৃষ্টির খাম খেয়ালি পনাকে তোয়াক্কা না করেই ভিজে ভিজেই কৃষকরা মাথায় ধানের বড়ো বোঝা নিয়েই ছুটছে বাড়ির দিকে ।
ওপর দিকের চাষীরা ট্রাক্টর ও হারভেস্টারের সাহায্য নিয়ে ধান ঝাড়াই করছেন একত্রিত ভাবে। চাষীরা বলছেন এখন আর কিছু উপায় নেই বাধ্য হয়েই ছেলে বৌকে নিয়ে মাঠে আসতে হয়েছে সারা বৎসরের ভাতের চালকে ঘরে নিয়ে যাবার জন্য । লাভ তো হচ্ছে না বরং লস হচ্ছে তাও কিচ্ছু করার নেই ।এর থেকে বেশি বৃষ্টি হলে এই ধানকে আর বাড়ি নিয়ে যাওয়া যাবেনা , সবই পচে নষ্ট হয়ে যাবে তাই ৪ থেকে ৫ হাজার টাকা ঘন্টা পিছু মূল্য দিয়ে হারভেস্টার দিয়ে ধান কাটাতে হচ্ছে।