নিজস্ব সংবাদদাতা :: পূর্ব বর্ধমান :: সংবাদ প্রবাহ :: এক অজ্ঞাতপরিচয় মহিলার পড়ে থাকা মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়াল রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন হাসপাতালের আউটডোরের কাছে ওই মাঝবয়েসী মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ; গত দু তিন ধরে তিনি ওখানেই ছিলেন। তারা জানান উনি অসুস্থ ছিলেন। কয়েক ঘন্টা আগে অন্য এক রোগীর আত্মীয়া তাকে বিস্কুট ও জল খাওয়ান। কিছু পরেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী সোমনাথ মুখার্জি জানান উনি তিনদিন ধরেই দেখছেন ওই মহিলা ওখানে পড়ে আছেন। আজ সকালেও তিনি জীবিত ছিলেন।তার ধারণা কিছুক্ষণ আগেই উনি মারা গেছেন।
এছাড়াও তিনি জানান হাসপাতালের কতৃপক্ষের তরফে কেউ এ কদিন ওখানে আসেননি। এখানেই প্রশ্ন উঠেছে; ব্যস্ত হাসপাতালে এই কদিন ধরে ওই মহিলা অসুস্থ অবস্থায় পড়ে রইলেন। হাসপাতালের কর্মী বা নিরাপত্তা রক্ষীরা তাকে দেখে থাকবেন। তা সত্বেও মানবিক ভাবে প্রণোদিত হয়ে কী কর্মী কী কতৃপক্ষ বা চিকিৎসকেরা কেউ এগিয়ে এলেন না কেনো? যা জানা গেছে; ওই মহিলা সম্ভবত ভিক্ষুক। হাসপাতালের আশেপাশে ঘুরে বেড়াতেন।কিছুক্ষণ পরেই ওখান থেকে মৃতদেহ সরিয়ে দেন কতৃপক্ষ।