ব্যাঙ্ক জালিয়াতি রুখতে চন্দননগরের সাইবার গোয়েন্দাদের বিরাট সাফল্য

দানিস আলী :: সংবাদ প্রবাহ : চন্দননগর ::  ব্যাঙ্ক জালিয়াতি রুখতে চন্দননগরের সাইবার গোয়েন্দাদের বিরাট সাফল্য । চেক নিজের জায়গায় কিন্তু ব্যাঙ্ক থেকে উঠে গেছে লক্ষ লক্ষ    টাকা । এতদিন পর্যন্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকরা নিরাশ হয়েই ফিরতেন ।

কিন্তু দিন পাল্টেছে,প্রযুক্তি পাল্টেছে আর তাই আধুনিকতম প্রযুক্তি আর চন্দননগরের সাইবার গোয়েন্দাদের তীক্ষ্ণ নজরদারির ফাঁক দিয়ে এবার আর গলে বেরোতে পারলনা অপরাধী ।

হুগলি ব্যান্ডেলের বাসিন্দা সনত কুমার মন্ডল গত ১১ই জুন চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলে একটি অভিযোগ দায়ের করেন । বেংগালোরুতে চাকরি করেন । ব্যান্ডেলে ফিরে তিনি জানতে পারেন তাঁর এস বি আই ব্যাংকের একাউন্ট থেকে বেমালুম উড়ে গেছে তিন লক্ষ নব্বই হাজার টাকা ।পরিশ্রম দিয়ে রোজগার করা টাকা এভাবে চুরি যাওয়াতে মাথায় হাত ভদ্রলোকের । অগত্যা তিনি তাঁর অভিযোগ জমা দেন চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলে ।ব্যাঙ্কে পাসবই আপডেট করে দেখেন একটি চেকে তিনি তুলেছেন ওই টাকা কিন্তু ওই নম্বরের চেকটি তাঁর হেপাজতেই রয়েছে । এই সূত্র ধরেই কাজে নেমে পরেন চন্দননগরের সাইবার সেলের গোয়েন্দারা ।

তদন্তে নেমে গোয়েন্দারা ১৬ই জুন আমডাঙ্গা থেকে সুরজ হোসেন নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে । আর এর পরই তার সাকরেদ আরও সাতজনকে গ্রেপ্তার করে । পুলিশ সুত্রে জানাযায় অভিযোগকারী সনত বাবুর টাকা এস বি আই থেকে সুরজ হোসেনের একাউন্টে ঢুকে যায় । সূত্রের খবর যে এদের কাছ থেকে বিভিন্ন একাউন্টের জাল চেক বই পাওয়া যায় ।

পুলিস এদের কাছ থেকে বেশ কিছু ডেবিট কার্ড, এবং ১১ টি ক্রেডিট কার্ড বরামদ করে  । চন্দননগর পুলিশ কমিসনারেটের ধারণা এর পিছনে অনেক বড় একটি চক্র কাজ করছে । আজ সাংবাদিক সন্মেলনে ডিসি হেড কোয়ার্টার শ্রীমতি নিধি রানী এই বিষয়ে সাংবাদিকদের বিশদে জানান  । আমরা শুনব খোদ ডিসি হেড কোয়ার্টারের মুখ থেকেই । দেখুন সঙ্গের ভিডিওটি ।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + six =