বীরভূমের লাভপুরে মেলা চলতে চলতে আচমকা নাগরদোলা ভেঙ্গে বিপত্তি – ঘটনায় জখম কমপক্ষে আটজন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাভপুর :: মেলা চলতে চলতে আচমকা নাগরদোলা ভেঙ্গে বিপত্তি। ঘটনায় জখম কমপক্ষে আটজন। তাদের মধ্যে চারজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। লাভপুরের বিপ্রটিকুরি গ্রামে ।

জানা গিয়েছে ওই এলাকায় মনসা পূজা উপলক্ষে স্থানীয় মাঠে একটি মেলা বসেছিল। তাতেই বসানো হয়েছিল নাগরদোলা । এরপর হঠাৎই চলন্ত নাগরদোলা ভেঙে এই বিপত্তি ঘটে । কিভাবে নাগরদোলাটি ভাঙলো তার ইতিমধ্যেই খতিয়ে দেখছে মেলা কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =