কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পুরাতন মালদা শহরে বেশ কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় চোলাই মদের ব্যবসা গজিয়ে উঠেছিল। আর সেই সূত্রে এলাকা থেকে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠে আসছিল ।
তারই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার সাহাপুর এলাকায় আবগারি দপ্তরের তরফে বিশেষ অভিযান চালায়। অভিযান চালিয়ে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক কুইন্টাল চোলাই মদ তৈরির সামগ্রী এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।