সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: সুফল চন্দ :: রাজ্য সরকার থেকে বলা হয়েছিলো জুলাই মাস থেকে সম্পূর্ণ বন্ধ প্লাস্টিক এবং থারমো কল। যদি কেউ ব্যবহার করে তাহলে ফাইন করার কথা বলা হয়।
শ্রীরামপুরে অবৈধভাবে চলা প্লাস্টিক কারখানার কথা জানতে পেরে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা, সিআইসি সদস্য পিন্টু নাগ, ও অন্যান্য আধিকারিকরা সেখানে উপস্থিত হন ।
সেখানে তল্লাশি চালিয়ে প্লাস্টিক তৈরি উপকরণ পাওয়া যায়। প্লাস্টিক কারখানার কোন বৈধ লাইসেন্স ছিল না এবং মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স ছাড়া কোন কিছু দেখাতে পারিনি। তারপরই সেই কারখানা অনির্দিষ্ট সময়ের জন্যই বন্ধ করে দেওয়া হয়।