প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো প্রায় ৪০ জন পড়ুয়া।

নিজস্ব সংবাদদাতা :: কাঁকসা :: পূর্ব বর্ধমান :: সংবাদ প্রবাহ :: প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো প্রায় ৪০ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে।ছাত্রছাত্রীরা অসুস্থ বোধ করতেই তাদের তড়িঘড়ি পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ ছাত্র ছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও এক ছাত্রী গুরুতর অসুস্থ বোধ করলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ কাঁকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দোপাধ্যায়।কাঁকসা থানার পুলিশ কর্মীরা বিদ্যালয়ে পৌঁছে তড়িঘড়ি অসুস্থ ছাত্র ছাত্রীদের পুলিশের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে আসে।ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। রীতিমত বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় তারা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ জানিয়েছেন প্রার্থনা চলাকালীন ছাত্র-ছাত্রীরা অসুস্থবোধ করে।তড়িঘড়ি তাদের স্বাস্থ কেন্দ্রে পাঠানো হয়।বাকিদের বিদ্যালয়ে খোলা স্থানে পাখার নিচে বসিয়ে রাখা হয়।স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে ম্যাডিক্যাল টিম বিদ্যালয়ে আসে এবং অসুস্থ হওয়া ছাত্র ছাত্রীদের চিকিৎসা করে জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই অত্যাধিক গরমের জন্যই অসুস্থ হয় ছাত্র ছাত্রীরা। তবে বেশিরভাগ ছাত্রছাত্রী আতঙ্কের কারণেই অসুস্থ হয়েছিলো। অন্যান্য দিনের তুলনায় শনিবার আগেই ছুটি ঘোষণা করা হয়।বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য আলম খান ওরফে পিরু খান জানিয়েছেন খবর পাওয়া মাত্রই তারা বিদ্যালয়ে ছুটে আসেন এবং হাসপাতালেও ছুটে যান যুদ্ধকালীন তৎপরতায় সকলকে চিকিৎসার পর বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একজন ছাত্রী গুরুতর অসুস্থবোধ করায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় সকলেই সুস্থ। তবে এই ঘটনা যাতে আর না হয় তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অত্যাধিক গরমের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nine =