পূর্ণিমার ভরা কোটালের জোয়ারের জলে নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা খোলা হয়েছে ত্রাণ শিবির

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::সাগর :: বঙ্গোপসাগরের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তার জেরে শুরু হয়েছে বৃষ্টি। একটানা বৃষ্টির কারণে ইতিমধ্যেই ধুতে শুরু করেছে কাঁচা মাটির নদীবাধের মাটি ।নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় সাগরের বঙ্কিমনগর ১ নম্বর কলোনি নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। প্রায় ১৫০ মিটারের মতো মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে যায় পূর্ণিমার জোয়ারের জলে।

নোনা জলে প্লাবিত বিঘের পর বিঘে চাষের জমি। দিশাহারা পরিবার। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে বানভাসি মানুষ দের জন্য । ব্লক এর পক্ষ থেকে বানভাসি এলাকায় চলছে নজরদারি। পূর্ণিমার জোয়ারের জলের তোড়ে ভেঙে গিয়েছে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সামনের রাস্তা। গঙ্গাসাগর কপিলমুনি মন্দির বাজার জলমগ্ন।

স্থানীয় গ্রামবাসীদের দাবি, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে মাটির নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা। বেশ কয়েক মাস আগে পূর্ণিমার ভরা কোটালে এই বাঁধ ভেঙে এলাকায় জল ঢোকে। যদিও প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলেও নিম্নচাপের যে টানা বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালে জোয়ারে জলে নতুন করে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা।

সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, যে সমস্ত এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকায় দ্রুত গতিতে নদী বাঁধ মেরামতির কাজ চলছে। পাশাপাশি এলাকার বানবাসী মানুষদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ শিবির। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, পূর্ণিমার কোটালের জোয়ারের তোরে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় মাটির নদী বাঁধ ভেঙে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =